রাঙ্গামাটি জেলাধীন কুতুকছড়ি পরিষদ এর গ্রামের কৃতি সন্তান বাবু লাল মোহন চাকমা (কারবারি) বড় মহাপুরম উচ্চ বিদ্যালয় ১৯৭৩ সালে স্থাপন করেন । প্রয়োজনীয় জমি দান ও নগদ অর্থ প্রদান সহ সর্বপ্রকার সহযোগিতা করায় আজ এই বিদ্যালয়টি শিক্ষার আলো বিস্তারে কালের স্বাক্ষী হয়ে জাতীয় শিক্ষার মূল শ্রোতধারায় শামিল হয়েছে। বিদ্যালয়টি সরকারি বিধিমোতাবেক এমপিও ভূক্ত হয়েছে সালে। বিদ্যালয়টিতে বর্তমানে ১৩ জন শিক্ষক এবং ৬ জন বিভিন্ন পদের কর্মচারী নিয়োজিত আছেন।
বর্তমানে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ১টি পুরাতন একতলা টিনসেড ভবন একটি দ্বিতল ভবন, একটি একতলা গ্রান্থাগার ভবন, একটি বিজ্ঞানাগার ভবন, একটি শৌচাগার ভবন এবং একটি পাকা সম্মিলিত হাত ধোয়ার ব্যবস্থা আছে। আধাপাকা এবং দুইতলা ভবনে মোট টি কক্ষ আছে।
বিদ্যালয়ে প্রতি বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে হলেও বিদ্যালয়টি প্রতিটি শিক্ষক তাঁদের শিক্ষা দান করে দেশ ও জাতিকে সমৃদ্ধ করার কাজে নিয়োজিত আছে।